প্রজেক্ট মুখের হাসির উদ্যোগে কুতুবদিয়া মাস্ক বিতরণ-TCN 24
প্রকাশিতঃ 12:15 am | July 13, 2020

বৈশ্বিক মহামারীতে থমকে গেছে পৃথিবী।করোনায় যেনো লাশের মিছিল সারা বিশ্বে।কোভিড-১৯ থেকে বাঁচতে দরকার সুরক্ষিত মাস্ক।সেই চিন্তা থেকে কুতুবদিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রজেক্ট মুখের হাসির উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।এসময় তাঁরা করোনার ফ্রন্টলাইন ফাইটার পুলিশ,ওসি,এসিল্যান্ড, সাংবাদিক, বিভিন্ন ঘাটের স্টাফ এবং সাধারণ বয়স্ক মানুষকে এসব মাস্ক বিতরণ করেন।কুতুবদিয়ার সচেতন মহল তাঁদের এই কাজকে সাধুবাদ জানান।তাঁরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মাস্ক বিতরণ করবেন বলা জানা যায়।
প্রজেক্ট মুখের হাসি পরিচালিত হয় কুতুবদিয়ার তিনজন স্বপ্নবাজ তরুণের উদ্যোগে।তাঁরা হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের কাইয়ুমুল হক,সিলেট মেডিকেলের চতুর্থ বর্ষের সাইফুর রহমান রাহিদ এবং চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম