কুতুবদিয়ার মাদক ব্যবসায়ী ও জলদস্যুরা আত্নসমর্পণ কর নয় পরিনতি খুব ভয়াবহ হবে-TCN 24
প্রকাশিতঃ 9:46 pm | July 14, 2020

নাছির উদ্দীন কুতুবদিয়া প্রতিনিধি
কুতুবদিয়ার মাদক ব্যবসায়ী ও জলদস্যুরা আত্নসমর্পণ কর নয় পরিনতি খুব ভয়াবহ হবে।– বিট পুলিশ কর্মকর্তা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে ওসি কুতুবদিয়া
কুতুবদিয়া থানার উদ্যোগে গতকাল ১৪ জুলাই(মঙ্গলবার) দুপুরে দ্বীপের আইন শৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ ও শান্ত রাখতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদে ৪ নং বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে ও কুতুবদিয়া থানার এস আই মুসলেম উদ্দিন বাবলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুতুবদিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম সফিকুুল আলম চৌধুরী বলেন,দ্বীপের আইন শৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে কুতুবদিয়া থানা পুলিশ জিহাদ ঘোষণা করেছে। কোন মাদক ব্যবসায়ী, জলদস্যু, খারাপ মানুষ কুতুবদিয়ার শান্ত পরিবেশকে অশান্ত করতে দিবো না। জলদস্যু ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,হয় আত্নসমর্পণ কর নয় পরিনতি খুব ভয়াবহ হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৈয়ারবিল ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়র আওয়ামীলীগের আহবায়ক আজমগীর মাতবর, আইড়িয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ইসহাক হায়দার সোহেল,ইউপি সদস্য শফিউল আলম কুতুবী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,ওসি তদন্ত আনোয়ার হোসাইন,এস আই শামসুল আলম, এ এস আই আনোয়ার হোসাইন , এ এস আই আলমগীর, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম,জনপ্রতিনিধি,গ্রাম পুলিশের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।