কুতুবদিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচি তে নৌবাহিনী অংশগ্রহণ-TCN 24
প্রকাশিতঃ 9:57 am | July 15, 2020

কুতুবদিয়া প্রতিনিধি
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে কুতুবদিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘স্মারক বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি-২০২০’ পালন করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী কতৃর্ক কমান্ডার বিএন ফ্লিট’র সৌজন্যে বানৌজা অপরাজেয় এর তত্ত্বাবধানে কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমাঃ এম তানভীর আহাম্মেদ ও অপরাজেয় জাহাজের অফিসার লেঃ রিফাত আহাম্মেদ এর নেতৃত্বে কুতুবদিয়া ভূমি অফিসের সামনে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভূমি অফিসারের কাছে ২০০টি গাছের চারা হস্তান্তর করেন। এছাড়াও আলী আকবর ডেইল ইউনিয়নের কুতুব আউলিয়া প্রাথমিক বিদ্যালয় ও দরবার ঘাটে ২০০ টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন নৌবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (১৪ জুলাই) গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের ব্যক্তিবর্গরা।