কুতুবদিয়ার মাদক ব্যবসায়ী ও জলদস্যুদের ছাড় নেই,ওসি শফিক
প্রকাশিতঃ 11:42 pm | July 15, 2020

নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া ( কক্সবাজার) কুতুবদিয়া থানার উদ্যোগে গতকাল ১৫জুলাই(বুধবার) দুপুরে দ্বীপের আইন শৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ ও শান্ত রাখতে উপজেলার লেমশীখালী ইউনিয়ন পরিষদে ৩ নং বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্বোধন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আকতার হোসাইনের সভাপতিত্বে ও কুতুবদিয়া থানার এস আই মুসলেম উদ্দিন বাবলুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুতুবদিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম সফিকুুল আলম চৌধুরী বলেন,দ্বীপের আইন শৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ণ রাখতে কুতুবদিয়া থানা পুলিশ জিহাদ ঘোষণা করেছে। কোন মাদক ব্যবসায়ী, জলদস্যু, খারাপ মানুষ কুতুবদিয়ার শান্ত পরিবেশ অশান্ত করবে তা কখনো মেনে নেবো না। জলদস্যু ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,হয় আত্নসমর্পণ কর নয় পরিনতি খুব ভয়াবহ হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার,মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি,লেমশীখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক সিকদার, লেমশীখালী হাই স্কুলের প্রধান শিক্ষক আবু ইউছুপ, সতরউদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক শুক্কুর আলম আজাদ , প্যানেল চেয়ারম্যান নিজামুল হক,লেমশীখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এ,এইচ,এম শহিদুল্লাহ, ছাত্রলীগ নেতা শাহানেওয়াজপ্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,ওসি তদন্ত আনোয়ার হোসাইন,এস আই শামসুল আলম, এ এস আই আনোয়ার হোসাইন , এ এস আই আলমগীর, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম,জনপ্রতিনিধি,গ্রাম পুলিশের সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।