জেলায় প্রথম করোনায় পুলিশ সদস্যের মৃত্যু-TCN 24
প্রকাশিতঃ 2:48 pm | July 16, 2020

আবদুল কাদের
কক্সবাজার জেলায় প্রথমবারের মত এক পুলিশ সদস্যের করোনায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে ফ্রন্ট লাইন যোদ্ধা হিসাবে যাদের কথা প্রথমে আসে তারা হলেন পুলিশ বাহিনীর কর্মরত সদস্যবৃন্দ।রোদ বৃষ্টি ঝড় সবকিছু সব কিছু উপেক্ষা করে প্রসাশনের ঘোষিত লক ডাউন বাস্তবায়ন করতে তথা মানুষকে ঘরে ফিরাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জেলায় কর্মরত অসংখ্য পুলিশ সদস্য।এভাবে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন কক্সবাজার জেলায় কর্মরত পুলিশ কনস্টেবল ছোটন দেব(২৯)।
করোনায় আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিগত ১০ জুন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি।দীর্ঘদিন প্রানঘাতি এই ভাইরাসের সাথে যুদ্ধ করে অবশেষে আজ ১৬ জুলাই ভোরে না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে ধামদর হাট এলাকার পাতাজুড়ি গ্রামে বলে জানা যায়।
কক্সবাজার জেলা পুলিশ সুত্র বিষয়টি নিশ্চিত করেন এবং তার অকাল মৃত্যুতে মাননীয় পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন গভীর শোক প্রকাশ করছেন।