কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদ উদ্ধার,আটক-১-TCN 24
প্রকাশিতঃ 8:15 am | July 19, 2020

বিশেষ প্রতিবেদক।।
কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ সাদেক হোসেন প্রকাশ সোহেল (২৯) নামে এক যুবককে আটক করা হয়।
আটক যুবক বড়ঘোপ ইউপির মাতবর পাড়ার মৃত নুরুল হকের ছেলে। বর্তমানে সে
অমজাখালী স্টিমার ঘাটস্থ লুতু মিয়ার বাড়ীতে বসবাস করে।
শনিবার ১৮ জুলাই বড়ঘোপ ইউপিস্থ জেলেপাড়া স্টিমারঘাট রোডের গোপালের চায়ের দোকান হইতে বিকাল সাড়ে ৪ ঘটিকায় ওই মাদক কারবারীকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ এ. কে. এম. সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে এসআই(নিঃ) সঞ্জয় সিকদার, এএসআই(নিঃ) প্রভাকর বড়ুয়া, এএসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। বড়ঘোপ ইউপিস্থ জেলেপাড়া স্টিমার ঘাট রোডে অবস্থিত জনৈক গোপালের চায়ের দোকানের ভিতর হইতে বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় ওই মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার নিকট হইতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হইয়াছে। থানার মামলা নং- ১৩/৯০।