মনু মুহুরী ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি-TCN 24
প্রকাশিতঃ 10:51 pm | July 20, 2020

নিজস্ব প্রতিবেদক
মনু মুহুরী ফাউন্ডেশনের পক্ষে আজকে কক্সবাজারের রিং রোড এলাকায় ৫০ টি বৃক্ষরোপন করল,
ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রিন্স কফিল সিকদার সহ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য বৃন্দরা। রাস্তার পাশে,পুকুর পাড়ে, নদীর তীরে গাছ রুপণ করা হয়। এই সময় ইমাম হোসেন জিপু,ইমরুল কাদের, ফারুক সিকদার,তানভীর সিকদার, তানজিল আহমেদ, কাজল, দেলোয়ার হোসেন, সাজিদ, রাসেল ও রবিউল আলম সহ আরো অনেক সদস্য উপস্থিত ছিলেন।