উদ্ভোধনের অপেক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-TCN 24
প্রকাশিতঃ 10:55 pm | July 21, 2020

আবদুল কাদের
কক্সবাজার সদর উপজেলার খুরুসকুলে নির্মিত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তুর আশ্রয়ণ প্রকল্প।পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৩ জুলাই ২০২০ ইং রোজ বৃহষ্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আশ্রয়ণ প্রকল্পে”র ভিডিও কলের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা যায়।
এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার জানিয়েছেন,মোট ২৫৩ একর জমির প্রকল্পে ১২০ টি বহুতল ভবন নির্মিত হবে।এই প্রকল্পে পুনর্বাসন করা হচ্ছে চার হাজারের বেশী ছিন্নমুল অসহায় পরিবার। সেনাবাহিনী ইতিমধ্যে ২০ টি বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ করেছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন, কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতা যেন ক্রমশঃ বেড়েই চলেছে।সবচেয়ে আকর্ষণের বিষয়টি হচ্ছে, নির্মিত ২০টি অত্যাধুনিক ভবনের নাম মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে লিখে নামকরণ করেছেন। আবহমান বাংলার প্রকৃতি এবং কক্সবাজারের নানা স্হান নিয়েই প্রধানমন্ত্রীর নিজ হাতে লেখা নামগুলো হচ্ছে —
১) সাম্পান, ২) কেওড়া, ৩) রজনীগন্ধা, ৪) গন্ধরাজ, ৫) হাসনাহেনা, ৬) কামিনী, ৭) গুলমোহর, ৮) গোলাপ, ৯) সোনালী, ১০) নীলাম্বরী, ১১) ঝিনুক, ১২) কোরাল, ১৩) মুক্তা, ১৪) প্রবাল, ১৫) সোপান, ১৬) মনখালী, ১৭) শনখালী, ১৮) দোলনচাঁপা , ১৯) ইনানী, ২০) বাঁকখালী।
উল্লেখ্য, বিগত ১৪ জুলাই ২০২০ ইং কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক জনাব কামাল হোসেন মহোদয় আনুষ্ঠানিক ভাবে প্রথম ধাপে ৬০০ পরিবারকে লটারীর ড্র এর মাধ্যমে ফ্লাট বরাদ্দ দেন।এ সময় কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সভাপতি জনাব সিরাজুল মোস্তফা এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব কায়সারুল হক জুয়েল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।