চৌফলদন্ডী হায়দর পাড়া রাস্তার বেহাল দশাঃসংস্কার অত্যাবশ্যক-TCN 24
প্রকাশিতঃ 11:31 pm | July 23, 2020

আবদুল কাদের
কক্সবাজার সদরের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন চৌফলদন্ডী ইউনিয়ন।কক্সবাজার শহর থেকে সড়ক পথে মাত্র ৩০ মিনিটের রাস্তা এই ইউনিয়নে পৌছার।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে উপকূলীয় এই এলাকার রাস্তাঘাট ও যাতায়ত ব্যবস্থার অনেক উন্নতি সাধন হয়েছে।কিন্তু দূঃখজনক হলেও সত্য এত উন্নয়ন কর্মকান্ড গ্রহনের পর ও প্রাকৃতিক বিপর্যয়ের কাছে অসহায় ইউনিয়নের কিছু কিছু এলাকার মানুষ।
প্রায় ৩ থেকে ৪ হাজার মানুষের চলাচলের রাস্তা হায়দর পাড়া রাস্তাটি। প্রবল বর্ষনে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।কাদামাখা পিচ্ছিল ও জলাবদ্ধ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে কোমলমতি স্কুল শিক্ষার্থী সহ হাজার হাজার পথচারী ও শত শত যানবাহন।ভোগান্তির শিকার হচ্ছে বয়স্কব্যক্তি সহ জরুরী মুমূর্ষু রোগী ও গন পরিবহনসমুহ।এমতাবস্থায় দ্রুত রাস্তার সংস্কার জরুরী বলে মনে করছেন স্থানীয় জনগন।
এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় ছাত্রলীগ নেতা নাবিল মোহাম্মদ বলেন,হায়দর পাড়া মমতাজ আহমদের বাড়ি হতে আলী আহমদের বাড়ি পর্যন্ত এই অংশটুকু খুব দ্রুত মেরামত জরুরী হয়ে পড়েছে।এলাকার কোমল ছাত্র ছাত্রী ও সাধারন মানুষের স্বার্থে আমি ইতিমধ্যে মান্যবর চেয়ারম্যান মহোদয় বরাবর আবেদন করেছি। আশাকরছি তিনি আমাদের কষ্ট অনুভব করবেন।
স্থানীয় চেয়ারম্যান এর কাছ থেকে এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন,আমরা ইতিমধ্যে হায়দর পাড়া সুরুত আলমের বাড়ি হতে মমতাজ আহমদের বাড়ি পর্যন্ত রাস্তা আর সি সি ডালাই দিয়ে তৈরী সম্পন্ন করেছি। কিছু অংশ বাকি আছে সেটা ও ক্রমান্বয়ে করা হবে।