কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি-TCN 24
প্রকাশিতঃ 11:49 pm | July 23, 2020

নিজস্ব প্রতিবেদক।
“মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান”
এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, কুতুবদিয়া উপজেলা শাখার এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেন কুতুবদিয়া উপজেলার ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসরিফুল হোসাইন পিউলি।
তিনি ছাত্রলীগের নেতা কর্মিদের বলেন,
“গাচ লাগান পরিবেশ বাচান”
গাচ আমাদের বাচার অগ্রদূত তাই সবাইকে একটি করে গাচ লাগাতে হবে। আমারা যদি একটি একটি গাচ লাগায় তাহলে আমাদের ক্ষতির মুখ আশা করা যায় না।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক তাসরিফুল হোসাইন পিউলি,সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সালমান,সদস্য মোঃআমিন,সদস্য মোজাহিদুল ইসলাম,কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ সভাপতি সোহেল রানা,ছাত্রনেতা আনছার উদ্দিন, সাখাওয়াত হোছাইন,মোঃ ফোরকান উদ্দিন,মোঃফোরকান,সরওয়ার আলম,