হাবিবউল্লাহ নিজের গাছ নিজে কেটে মামলা করার প্রস্তুত নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে-TCN 24
প্রকাশিতঃ 8:52 pm | July 24, 2020

নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মেম্বার হাবিব উল্লাহ তার সন্ত্রাসী অপকর্ম ঢাকার জন্য ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে, সে তার নিজ দখলীয় জায়গার গাছ রাতের অন্ধকারে তার ৭/৮ জন গুন্ডা বাহিনী দিয়ে কেটে মামলায় ফাঁসানোর চেষ্টা করতেছে বলে অভিযোগ পাওয়া গেছে, তারা এই রকম ষড়যন্ত্র করে দোকানদার ভুট্টো সহ আরো অনেক জনকে ফাঁসাতে চেয়েছিল পরে তার ভাই কাজল ইয়াবা নিয়ে ফেসে গিয়েছিল, বর্তমানে তার ভাই জেলখানাতে রয়েছে, তাদের নামে বর্তমান ১২ টির অধিক মামলা রয়েছে মামলা নাম্বার ৩৪/২০১৬,২৪/৩০১৭,৩১৪/২০১২,২০৭/২০১৯,১৮/২
স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়,টেইলা পাড়া গ্রামের ছালেহ আহম্মেদের ছেলে,হাবিবউল্লাহ মেম্বার বসত বাড়ি ও জমির মালিকানা নিয়ে ওই গ্রামের তার নিজ জেঠা আলী আহমদ’র মধ্যে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে,প্রশাসনকে গাছ কাটার ঘটনাটি সঠিক তদন্ত করে আসল রহস্য উদঘাটন করার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকায় বাসি।