দীর্ঘ ৬৫ দিন বন্ধের পর জেলেদের জালে ঝাকে ঝাকে রুপালী ইলিশ-TCN 24
প্রকাশিতঃ 12:30 am | July 26, 2020

আবদুল কাদের
কক্সবাজার মৎস্য অবতরন কেন্দ্র যেন হয়ে উঠেছে রুপালী ইলিশের ময়দান। ঝাকে ঝাকে রুপালী ইলিশে জেলেদের মুখে হাসি।কাঁচা ইলিশের গ্রান যেন লকডাউনের দীর্ঘ দিনের বিষন্ন কষ্টগুলোকে বিতাড়িত করছে জেলেদের মন থেকে। ইলিশের বাম্পার অাহরন জেলে পল্লীতে তুলেছে আজ খুশির আমেজ।
স্থানীয় জেলেদের দেওয়া তথ্য মতে জানা যায়,অনেকে
৫-১০ দিনের জন্য গত পরশু মাছ ধরার জন্য সাগরে গিয়ে, আজ সকালেই বোট প্রতি ৬০০০-৮০০০ পিস বড় সাইজের ইলিশ নিয়ে ফিরছে সকলে। প্রায় প্রত্যেক ইলিশের ওজন ১ কেজির উপরে। এসব ইলিশের বাজার দাম ৭৫০-৯০০ টাকা কেজি।
সমুদ্রের জীববৈচিত্র্য ও মৎস্য উৎপাদন বৃদ্ধি নিয়ে
গবেষনাকারী প্রতিষ্ঠান ইকোফিস ২ প্রকল্পের তথ্য মতে, ২০২০ সালের জানুয়ারি-মে পর্যন্ত বিএফডিসি ফিশারী ঘাটে ২০১৯ সালের চেয়ে ৩৭ শতাংশ বেশি ইলিশ অবতরণ হয়েছে। আশাকরি, গতবারের মত প্রচুর মাছ ধরার যে স্বপ্ন নিয়ে জেলেরা সাগরে যাচ্ছে তার চেয়ে বেশি ইলিশ এবার ধরা পড়বে”।