তিন মাসের মধ্যে রামুকে মাদকমুক্ত করা হবে,রামু থানার তদন্ত ওসি-TCN 24
প্রকাশিতঃ 9:14 pm | July 27, 2020

আবদুল কাদের
২৭শে জুলাই সোমবার রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।এ সময় সভার সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল। এ ছাড়া এতে আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন,
মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,রামু সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সরওয়ার উদ্দিন রামু থানার ওসি (তদন্ত) উপস্থিত ছিলেন রামু স্বাস্থ্য কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকতাগন,রামু ১১ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ সময় ‘রামু থানার সাহসি ও মেধাবী পুলিশ অফিসার (ওসি তদন্ত) রুমেল বড়ুয়া বলেন,
আগামী দু/তিন মাসের মধ্যে, রামু থানাকে মাদক মুক্ত করা হবে ইনশাআল্লাহ । সেই সাথে মাদক কারবারীদের বিষয়ে কাউকে সুপারিশ না করার অনুরোধ করেন’ এবং এতে সকল স্তরের সাধারন মানুষের সহযোগিতা কামনা করেন।