চৌফলদন্ডীর কুখ্যাত সন্ত্রাসী জিয়াবুলের বাড়িতে অভিযান-TCN 24
প্রকাশিতঃ 6:35 pm | July 29, 2020

বিশেষ প্রতিবেদক – কক্সবাজার
গতরাত ২৮ শে জুলাই চৌফলদন্ডী পশ্চীম পাড়া ৪ নং ওয়ার্ডের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারী জিয়াবুলের বাড়িতে সাদা পোশাকধারী পুলিশের বিষেশ একটি টিম অভিযান চালিয়েছে বলে জানা যায়। এ সময় বাড়িতে লাগানো সিসিটিভিতে পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় সন্ত্রাসী জিয়াবুল। পালিয়ে যাওয়ার সময় তার বাড়িতে লাগানো CCTV মনিটর ও থাইগ্লাস দিয়ে ডেকোর করা বাড়ির গোপন কক্ষ ভেঙ্গে যায় বলে জানা যায়।
অন্যদিকে জিয়াবুলের আরেক সহযোগী চৌফলদন্ডীর মাদকের আরেক গডফাদার হাশেমের মাদক ব্যবসায় ব্যবহার কারী একটি মোটরসাইকেল ও জব্ধ করা হয় বলে জানা যায়।
উল্লেখ্য চৌফলদন্ডীতে সন্ত্রাসী কর্মকান্ড, নারী নির্যাতন,ধর্ষন, হত্যামামলা, মাদক ও প্যারাবন কাটা সহ ২৩ টি মামলার আসামী মনির আহমদ মেম্বারের ছেলে জিয়াবুল হক এলাকায় দীর্ঘ বছর ধরে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। তার ভয়ে এলাকায় কেউ প্রতিবাদ করার সাহস পাইনা। এমনি একজন কুখ্যাত সন্ত্রাসী পুলিশের এত অভিযানের পর ও এখনো ধরা ছোয়ার বাইরে। তার ভয়ে এলাকার সাধারন মানুষ আজ অতিষ্ট।
কক্সবাজার জেলার মাননীয় পুলিশ সুপারের প্রতি চৌফলদন্ডীর সাধারন মানুষের আকুল আবেদন শান্তিকামী এই এলাকার মানুষগুলো কে এই ভয়ানক সন্ত্রাসীর হাত থেকে মুক্তি দিয়ে অনতিবিলম্বে জিয়াবুল কে গ্রেফতার করে।