পবিত্র ঈদুল আয’হার শুভেচ্ছা জানিয়েছেন,মহেশখালী-কুতুবদিয়ার আসনের এমপি আশেকTCN 24
প্রকাশিতঃ 8:42 am | July 30, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা’ উপলক্ষে কুতুবদিয়া মহেশখালী বাসীকে মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি পবিত্র ঈদুল আযহা’র আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা’ সকল মুসলিম জাতির জন্য আনন্দময় একটি দিন। তাই তিনি পারষ্পারিক বেদাবেদ ও ভুল ভ্রান্তি মুচে দিয়ে পবিত্র এই দিনে সবাইকে নিয়ে আপন করে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
তিনি আরো বলেন, পবিত্র এই দিনে সবাই ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহন করি দেশকে এগিয়ে নেওয়ার এবং অসাম্প্রদায়িক ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মানের।
পরম করুনাময় মহান আল্লাহ’তালার কাছে প্রার্থনা করি, যেন মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব করোনা কালীন মহামারি, দুঃখ-জরা,সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।
বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরনের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একই ভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব উদ্দ্যােমে এগিয়ে যাক বাংলাদেশ।
সর্বশক্তিমান মহান আল্লাহ্ পাক আমাদের সহায় হোন।