কুতুবদিয়ায় ইয়াবাসহ এক নারী আটক-TCN 24
প্রকাশিতঃ 11:19 pm | July 30, 2020

কুতুবদিয়া প্রতিনিধিঃ
সদ্য যোগদানকৃত কুতুবদিয়া থানার ওসি এ,কে,এম সফিকুল আলম চৌধুরী মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টায় অভিযান চালিয়ে বড়ঘোপস্হ সাইটপাড়ার ম্দক ব্যবসায়ী মিনু যারা বেগম প্রকাশ বতুরীকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ জনাব এ. কে. এম. সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে এসআই(নিঃ)/সঞ্জয় সিকদার, এএসআই(নিঃ)/মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কুতুবদিয়া থানাধীন বড়ঘোপ ইউপিস্থ মাতবর পাড়ার বার্মাইয়া মোহাম্মদ আজমের স্তী মাদক ব্যবসায়ী মিনুয়ারা বেগম প্রকাশ বতুরী(৫২), কে আটক করে। তার হেফাজত হইতে ২১(একুশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন অবস্থায় আছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দখা যায়, তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাদিক মাদক মামলা রেয়েছ, তন্মধ্যে কুতুবদিয়া থানার মামলা নং- ৪/২৬, তাং- ১৭/০৩/২০১৮খ্রিঃ, ধারা- ২২(গ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, কুতুবদিয়া থানার মামলা নং- ১৪/৬০, তাং- ২৪/০৫/২০১৮খ্রিঃ, ধারা- ১৯(১) এর ৭(ক)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাওয়া যায়।