১৯০ মেঃটন চাল আত্বসাৎ’র অভিযোগে কুতুবদিয়া খাদ্য কর্মকর্তা আটক-TCN 24
প্রকাশিতঃ 11:53 pm | July 30, 2020

নিজস্ব প্রতিবেদক
১৯০ মেট্রিকটন চাল আত্বসাৎ এর অভিযোগে কুতুবদিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ চন্দ্রকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। কুতুবদিয়া থানার ওসি শফিকুল আলম চৌধুরী জানান,গত কাল দূর্নীতি দমন কমিশনর চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে কুতুবদিয়া উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ চন্দের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। যার নাম্বার ৯৯৮/২৯/৭ তবে সেই অভিযোগের বাদী জেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আবিদ আল মাহমুদ ভুইয়া। অভিযোগের তথ্য মতে খাদ্য কর্মকর্তা পলাশ চন্দ্র বিভিন্ন ভাবে ১৯০ মেট্রিকটন চাল আত্বসাৎ করেছে প্রতি টন চালের মূল্য ৪৪ হাজার ৭৬৪ টাকা হিসাবে ৮৫ লাখ ২৫ হাজার ৭৩৭ টাকা আত্বসাৎ করেছে। সে প্রেক্ষিতে আমরা মামলাটি রজু করে সদর থানায় প্রেরণ করি তাই সদর মডেল থানাতেই উনাকে আটক করা হয়েছে। এদিকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু মোঃ শাহজাহান কবির জানান,৩০ জুলাই রাতে সরকারি চাল আত্বসাৎ এর অভিযোগ কুতুবদিয়া উপজেলা খাদ্য কর্মকর্তকে আটক করা হয়েছে বর্তমানে থানা হেফাজতে আছে।