কাঠালতলীও পুর্বহরিয়ার ছড়ার মধ্যকার একটি সংযোগ সেতুর আবেদন,TCN 24
প্রকাশিতঃ 6:59 pm | August 03, 2020

নিজস্ব প্রতিবেদকঃ
কাঠালতলীও পুর্বহরিয়ার ছড়ার মধ্যকার একটি সংযোগ সেতু চাই।
আপনার নির্বাচনী এলাকা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ২নংও
৩নং ওয়ার্ড,কাঠালতলী পাড়াও পুর্ব হরিয়ার ছড়ার কয়েক হাজার পরিবারের একমাত্র দুঃখ পশ্চিম হরিয়ার ছড়ার সাথে একটি সংযোগ সেতু কালভার্ট ব্রীজ।
বর্ষাকাল ও শীত কালীন সময়ে ঐ দুই এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ আর কষ্টের সীমা থাকেনা।
বর্ষার সময়ে পাহাড়ী ঢলের তীব্র স্রোতের কারনে অধিকাংশ সময় এখানকার মানুষের চলাচল ও যাতায়াত বন্ধ রাখতে হয়।
আর
তীব্র শীতের সময় লোকজন কে ঠান্ডা পানির উপর দিয়ে যাতায়াত করতে হয়।
যা খুবই কষ্ট কর।বিশেষ করে বৃদ্ধ ও অসুস্হ লোকের জন্য সত্যি কষ্টদায়ক।
এ দুই মিলে মানুষের দুর্বীসহ জীবন পার করছে এখানকার মানুষ।
অবহেলায় পড়ে থাকা ঐ অঞ্চলরটি জন গুরুত্বপুর্ন দিক বিবেচনা করে দ্রুত একটি সংযোগ সেতু (ছোট ব্রীজ)স্হাপন করে এলাকার গন-মানুষের দীর্ঘ দিনের দাবী বাস্তবায়ন করার জন্য এলাকা বাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় কে সবিনয় অনুরোধ জানাচ্ছি।