মহেশখালী দখলবাজদের হামলায় আহত বন কর্মকর্তা ইউসুফ আর নেই -TCN 24
প্রকাশিতঃ 7:20 am | August 06, 2020

মিজানুর রহমান কুতুবীঃ
মহেশখালীর কেরুনতলীতে ভূমিদস্যুদের হামলায় আহত বনকর্মকর্তা ইউসুফ উদ্দিন (৩০) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ খবর জানিয়েছেন কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক।
ইউসুফ উদ্দিন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা।
গত ৩০ জুলাই মহেশখালীর কেরুনতলি করইবুনিয়ায় সংরক্ষিত বনভূমির অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হন তিনি।
তাকে গুরুতর অবস্থায় ১ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর থেকে লাইফ সাপোর্টে ছিলেন।
বন দস্যুচক্রের হামলায় ইউসুফ উদ্দিন ছাড়াও কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির, বন বিভাগের নৌকা চালক জিয়া রহমানসহ আরো কয়েকজন বন কর্মকর্মী আহত হন।
এ ঘটনায় মহেশখালী থানা মামলা করেন রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী।