১৭ আগষ্ট থেকে কক্সবাজারে পর্যটন শিল্প খুলে দেওয়া হবে ডিসি কামাল-TCN 24
প্রকাশিতঃ 1:42 pm | August 06, 2020

কক্সবাজার প্রতিনিধি
প্রায় ৫ মাস বন্ধ থাকার পর আগামী ১৭ আগস্ট সোমবার থেকে সীমিত আকারে কক্সবাজারের হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্ট সহ পর্যটন শিল্প সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হবে। বুধবার ৫ আগস্ট কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জুম কনফারেন্স সভায় বিস্তারিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-এর এই উদ্ভাবনী পণ্যটি দ্বারা আপনার পেটের আকার কমান
তিনি জানান, জুম কনফারেন্সে কক্সবাজারে কোভিড-১৯ প্রতিরোধে সার্বিক সমন্বয়কারী স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদও অংশ নেন। কনফারেন্সে শুধুমাত্র কক্সবাজার শহরের পর্যটন শিল্প সম্পৃক্ত প্রতিষ্ঠান সমুহ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। স্বাস্থবিধি কঠোরভাবে মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে তা খুলতে হবে।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, পর্যটন শিল্প সম্পৃক্ত প্রতিষ্ঠান সমুহ খুলে দেওয়ার জন্য গঠিত কমিটির সুপারিশ এবং এ কমিটির প্রণীত কর্মপন্থা নিয়ে জুম কনফারেন্সে আলোচনা হয়। জুম কনফারেন্স অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব-উপসচিব) মোহাম্মদ আশরাফুল আফসার, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সহ কমিটির সদস্যরা অংশ নেন।