কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রজেক্ট মুখের হাসি এবং জহির উল্লাহ মিয়াজী স্মৃতিসংসদের উদ্যোগে আইসিইউ বেড উপহার-TCN 24
প্রকাশিতঃ 2:33 pm | August 12, 2020

নিজস্ব প্রতিবেদক
উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুতের অভাবে কুতুবদিয়া উপজেলার স্বাস্থ্যব্যবস্থা বরাবরই নাজুক।।কিছু মহৎ মানুষ সবসময় কুতুবদিয়ার জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত।।
মহৎ কিছু চিন্তা থেকেই কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য আজকে পাঁচটি আইসিইউ বেড উপহার দেয়া হয় জহির উল্লাহ মিয়াজী স্মৃতিসংসদ এবং প্রজেক্ট মুখের হাসির উদ্যোগে।।এছাড়াও হাসপাতালের জেনারেটরের জন্য ১০০ লিটার ডিজেল উপহার দেয়া হয়।।এই কাজে আমাদেরকে শতভাগ সহযোগিতা করেছেন নৌবাহিনীর কমান্ডার আসিফ আদিল ভাই।।ইতিপূর্বে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারও দেয়া হয় আমাদের উদ্যোগে।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের UHFPO ডা.জাহাঙ্গীর চৌধুরী এবং RMO ডা.রেজাউল হাসান সহ অন্যান্য ডাক্তারগণের হাতের এই উপহার তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,জনাব মো:হেলাল চৌধুরী কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত), আসিফ আদিল ভাইয়ের শ্রদ্ধেয় পিতা অধ্যক্ষ মোজাম্মেল হক,বড়ঘোপ সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মোয়াজ্জেম হোসেন আজিম,কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহির মাহমুদ এবং প্রজেক্ট মুখের হাসির উদ্যোক্তা কাইয়ুমুল হক,শহিদুল ইসলাম এবং প্রজেক্ট মুখের হাসির কয়েকজন স্বেচ্ছাসেবক।।
কুতুবদিয়ার স্বাস্থ্য বিভাগকে উন্নত করতে এরকম মহৎ উদ্যোগ নেয়ার কথা বলেছেন তারা।