শহরের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস উৎযাপন-TCN 24
প্রকাশিতঃ 9:28 pm | August 15, 2020

আনোয়ার হোসাইন রিপন কক্সবাজার।
১৫ আগস্ট বাঙ্গালীর শোকের দিন। জাতির ইতিহাসের কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের এদিন ভোর রাতে একদল বিপথগামী সেনার হাতে নিহত হয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তার শিশু পুত্র শেখ রাসেলসহ অন্য দুই ছেলে, স্ত্রী, ছোট ভাইসহ অন্যান্য স্বজনদেরও হত্যা করে।সেই সময় বঙ্গবন্ধুর অন্য দুই সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান।
আজ ১৫ আগস্ট ২০২০ ইং শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে,৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, সভাপতি জাফর আলম’র নেতৃত্বে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের সবার মাঝে কালোব্যাজ ধারণ, অতপর বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন ও খাবার বিতরণ করা হয়।সর্বশেষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সারিবদ্ধ ভাবে উপস্থিত সকল নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধায় মাল্যদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাফর আলম, রহমানিয়া মাদ্রাসার,মুহতামিম মাও সোলাইমান কাসেমী সহ,অন্যন্য নেতৃত্ব বৃন্দ।