কক্সবাজার জেলা এল পি জি গ্যাস ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম করোনায় আক্রান্ত-TCN 24
প্রকাশিতঃ 6:01 pm | August 17, 2020

কক্সবাজার জেলা এল পি জি গ্যাস ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক জনাব খোরশেদ আলম করোনায় আক্রান্ত। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থতা বোধ করায় বিগত চার দিন আগে সদর হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাকে করোনা পরীক্ষা করার নির্দেশ দেন কর্তব্যরত ডাক্তার। তার বড় ভাই মোরশেদ আলম বলেন,বিগত গত এক সপ্তাহ ধরে আমার ভাই জ্বর সর্দি কাশিতে ভোগার কারনে আমি তাকে হাসপাতলে ভর্তি করায় এবং পরীক্ষার পর আমার ভাইয়ের করোনা পজিটিভ হাওয়ায় আমি সবার নিকট দোয়া কামনা করছি।