শোকাবহ আগস্টের মাসব্যাপী অব্যাহত খাদ্য বিতরণ ও স্মরণসভা অনুষ্ঠিত। ঢাঃ মঃ উঃ-TCN 24
প্রকাশিতঃ 9:51 am | August 24, 2020

নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে-
স্মরণ সভা , মিলাদ ও তবারক বিতরণ।
প্রধান অতিথি অধ্যাপক ফজলে শামস পরশ
চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
বিশেষ অতিথি : আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।
সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
সভাপতিত্বে : জাকির হোসেন বাবুল ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর যুবলীগ উত্তর ।
সঞ্চালনায় : মো: ইসমাইল হোসেন
সাধারন সম্পাদক ঢাকা মহানগর যুবলীগ উত্তর ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর
স্হান : ফ্রেন্ডস ক্লাব মাঠ , সেক্টর-০৩ , উত্তরা ।
সময় : বিকাল ০৩:০০ ঘটিকা ।