ডিবি পরিচয়ে বাসে ছিনতাইকালে সাবেক সেনা সদস্য আটক-TCN 24
প্রকাশিতঃ 1:50 pm | August 29, 2020

নিজস্ব প্রতিবেদক
আকট সেনা সদস্য
টাঙ্গাইলে একটি যাত্রীবাহী বাসে ডিবি পরিচয় ছিনতাইয়ের চেষ্টাকালে আবু তালেব নামের এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা আরও ৫ জন পালিয়ে যায়। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়ি আশুলিয়ার ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকায়। তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে যান।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান,ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী এসবি পরিবহনের বাসটি আশুলিয়া এলাকায় পৌঁছালে দু’টি মাইক্রোবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে ৫ জন লোক ওই গাড়িতে ওঠে। এসময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে চারজন গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির চালক বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। এসময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত ওই সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।