কুতুবিয়ার শীর্ষ ডাকাত শফিউল্লাহকে আটক করেছে পুলিশ-TCN 24
প্রকাশিতঃ 5:32 pm | October 13, 2020

মিজানুর রহমান
কক্সবাজারের কুতুবিয়ার শীর্ষ ডাকাত শফিউল্লাহকে আটক করেছে পুলিশ
মঙ্গলবার বিকাল’ (১৩ অক্টোবর) কক্সবাজারের কুতুবদিয়া বড়ঘোপ বাজার থেকে গোপনে
থানার এসআই রায়হান উদ্দিন বিশেষ অভিযান চালিয়ে ডাকাত শফি উল্লাহ, পিতা- আবুল
কাশেম, সাং- উত্তর ধুরুং, কুতুবদিয়া, পতেঙ্গা থানার মামলা নং-২২(১)১৩ ধারা ৩৯৯/৪০
দুঃবি: আটক করা হয়।