কুতুবদিয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তেরর আওয়াতায় প্রি-ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ প্রোগ্রাম উদ্বোধন-TCN 24
প্রকাশিতঃ 6:59 pm | October 24, 2020

কুতুবদিয়া সংবাদদাতা
“প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি” এ স্লোগান নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রাণালয়ের অধিনে এবং সেভ দ্য চিলড্রেন, এনজিও সীপ এর সহযোগিতায় রিচিং আউট- অব- স্কুল চিলড্রেন(রস্ক) ফেইজ-২ প্রকল্পের মাধ্যমে কুতুবদিয়ার বেকার ছেলে মেয়েদের প্রি – ভোকেশনাল স্কিলস প্রশিক্ষণ প্রোগ্রাম আগামী ২৫ অক্টোবর (রবিবার) দুপুরে বিদুৎ মার্কেটস্থ ভেন্যুেতে উদ্বোধন করা হবে। , প্রথম পর্যায়ে বড়ঘোপ ইউনিয়নের ১ শত জন বেকার ছেলে মেয়েদের সামাজিক দূরত্ব বজায় রেখে ২ ব্যাচে ইলেকট্রনিক্স এন্ড মোবাইল ফোন সার্ভিসিং,কম্পিউটার এন্ড আইসিটি স্কিলস,ইন্ডাসট্রিয়াল সুইং মেশিন অপারেশন এন্ড টেইলরিং,বিউটি কেয়ারসহ ৪টি ট্রেড কোর্সে ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হবে।