ভার্চ্যুয়াল ওয়েবিনার সম্পন্ন করল দ্বীপবর্তিকা-TCN 24
প্রকাশিতঃ 12:11 am | October 31, 2020

নিজস্ব প্রতিবেদকঃ-
বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন কক্সবাজার জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা কুতুবদিয়া শিক্ষা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, কুতুবদিয়ার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী হওয়ার পরেও নিজেকে নিজের স্বপ্নের জায়গায় নিয়ে যেতে পারে না। এই যে স্বপ্নের অপমৃত্যু, এগুলোর পিছনে কাজ করে সঠিক দিকনিদের্শনা আর ইনফরমেশনের অভাব।এছাড়াও অগোছালো পড়াশোনা, ভুল সিদ্ধান্ত, বিভিন্ন কারণে হতাশ হয়ে যাওয়া এবং স্বপ্নের পিছনে যথেষ্ট পরিশ্রম না দেওয়া।
কুতুবদিয়ার শিক্ষার্থীদের স্বপ্নের অপমৃত্যু ঠেকাতে এবং স্বপ্নের দিকে আরো একধাপ এগিয়ে দিতে “চল স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই ” স্লোগানকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে দ্বীপবর্তিকা।
তারই ধারাবাহিকতায় ৩০.১০.২০২০ ইং রোজ শুক্রবার সন্ধ্যা সাতটায় এইচএসসি ১ম /২য় বর্ষ এবং ভর্তি পরিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় দিকনির্দেশনা এবং অনুপ্রেরণা মূলক ওয়েবিনার (জুম অ্যাপে)। উক্ত ওয়েবিনারে ১০০+ শিক্ষার্থী উপস্থিত ছিল। চারটি বিষয়ের উপর সাজানো ছিল ওয়েবিনার।
ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি এবং প্রস্তুতি নিয়ে কথা বলেন- চুয়েট ‘পুরকৌশল বিভাগের ‘ সহকারী অধ্যাপক “সনজয় দাশ”। তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের উপর বেশি জোর দিতে এবং মৌলিক কাজ বাদে বাকি সময় গুলো পড়াশোনার জন্য ব্যয় করতে বলেন।
মেডিকেল ভর্তি পদ্ধতি এবং প্রস্তুতি নিয়ে কথা বলেন -কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘মেডিকেল অফিসার ‘ ডাক্তার মামুনুল হক। তিনি বলেন- জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ এই বিষয় গুলোতে বেশি গুরুত্ব দিতে। যাদের রেজাল্ট 4.5 এর নিচে তাদের মেডিকেল প্রিপারেশন নিলে একটু বেশি রিস্ক হয়ে যায় কারণ জিপিএ মার্ক কম থাকে।শিক্ষার্থীদের এই বিষয়গুলো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে বলেন।
সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি এবং প্রস্তুতি নিয়ে কথা বলেন – বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ‘আইন বিভাগের ‘ সহকারী অধ্যাপক ” মোহাম্মাদ আবদুল হান্নান।তিনি বলেন- পড়ার সময় মনযোগ ঠিক রাখতে হবে। আমার সিনিয়র ভাই যে ইঞ্জিনিয়ারিং এ পড়ে, ঢাবিতে পড়ে, মেডিকেলে পড়ে, আমার শিক্ষিক যে আমাকে স্বপ্ন দেখাতো, তাকে মেন্টর হিসেবে নিতে হবে।
মনে রাখতে হবে & বিশ্বাস করতে হবে যে
Ambition has no rest.
স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেন – চুয়েট ‘ইটিই বিভাগের ‘ সহকারী অধ্যাপক “নুর্শেদুল মামুন”। তিনি বলেন- সর্বদা সবসময়ই নিজেকে প্রস্তুত রাখতে হবে যেকোনো বিষয়ে। এছাড়াও তিনি ইংলিশ, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন দক্ষতা এগুলোর উপর গুরুত্ব দিতে বলেন।
ওয়েবিনার সঞ্চালনা করেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দ্বীপবর্তিকার সাংগঠনিক সম্পাদক ” মোহাম্মদ ইউনুস”।
দ্বীপবর্তিকার সভাপতি, মীর মোঃ জাহেদুল ইসলাম বলেন – কুতুবদিয়ার শিক্ষার্থীরা যাতে অবহেলা আর সুযোগের অভাবে পিছিয়ে না যায়, সে বিষয়ে কাজ করে যাবে দ্বীপবর্তিকা।
দ্বীপবর্তিকার সাধারণ সম্পাদক, মোহাম্মদ নেছার উদ্দিন ভর্তি পরিক্ষার্থীদের শুভ কামনা জানিয়েছেন। তাদের যেকোনো প্রয়োজনে দ্বীপবর্তিকা পরিবার সবসময়ই সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন।