কুতুবদিয়ায় কোরআন প্রতিযোগিতায় আল জাবেরিয়া হেফজ খানার সর্বোচ্চ রেকর্ড-TCN 24
প্রকাশিতঃ 10:17 pm | December 04, 2020

মিজানুর রহমান কুতুবী
কুতুবদিয়া উপজেলায় এই ধর্মীয় কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আল জাবেরিয়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ২০২০ সালে “বাংলাদেশ হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের” উদ্যোগে বড়ঘোপ ইউনিয়ন পরিষদে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ১৩টি হাফেজখানার মোট ৮০ জন ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহন করেন তার মধ্য আল জাবেরিয়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ৯ জন্য ছাত্র উত্তীর্ণ হয়েছেন। এরা হলেন ১ম স্থান অধিকার কারী হলেন ২০ পারা থেকে মিনহাজ উদ্দিন (১ম স্থান), কাইমুল হুদা (২য় স্থান), মোহাম্মদ রবিউল্লাহ (৩য় স্থান) ১০ পারা থেকে সাজ্জাদ হোসাইন (১ম স্থান), তানজিদুল ইসলাম (২য় স্থান), আব্দুল হান্নান (৪র্থ স্থান), ৩০ পারা থেকে তাশফিকুর রহমান কাফি (৩য় স্থান), মিজানুর রহমান (৪র্থ স্থান) ৫ পারা থেকে আবু হানিফ (২য় স্থান)।
এব্যাপারে আল জাবেরিয়া আদর্শ হাফেজিয়া মাদ্রসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম এই প্রতিবেদক কে জানান আমার মাদ্রাসাটি ইতি মধ্য ইনশাআল্লাহ ২০২০ সালে উপজেলায় ৯জন উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রহমত করলে এই ছাত্রদেরকে দিয়ে আমি আগামীতে জেলায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ী হবে বলে আশা করছি।