ধুরুং ইউনাইটেড ক্লাবের টুর্নামেন্টে বাইঙ্গাকাটা ইউনিটি ক্লাবের জয়-TCN 24
প্রকাশিতঃ 9:46 pm | December 13, 2020

নিজস্ব প্রতিনিধি
উত্তর ধুরুং ইউনাইটেড ক্লাব কতৃক আয়োজিত ১ম প্রয়াস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।উক্ত খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেন।১ম রাউন্ডের ৩য় ম্যাচ খেলতে মাঠে নামেন বাইঙ্গাকাটা ইউনিটি ক্লাব বনাম এনএমএস ফুটবল একাদশ লেমশাখালী। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় হান্নানের দেওয়া বল নিয়ে ৩ জনকে কাটিয়ে গোলপোস্টে কিক করেন ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় মোঃ বাদশা।হান্নানের চমকে এবং বাদশার গোলে জয় লাভ করেন বাইঙ্গাকাটা ইউনিটি ক্লাব।বিরতির পরে ২৫ মিনিটের মাথায় এনএমএস একাদশ গোল পোস্টে কিক করলে গোল রক্ষক তার শক্তি দিয়ে বলটা রক্ষা করেন।পরে এনএমএস একাদশ গোল দ্বাবি করলে খেলার পরিচালনা কমিটি এবং রেফারী গোল হয় নি বলে দ্বাবী করেন।ফলে লেমশাখালী একাদশ খেলা না খেলার সিদ্ধান্ত নিলে খেলার নির্ধারিত সময়ে রেফারি খেলা শেষ করে দিয়ে বাইঙ্গাকাটা ইউনিটি ক্লাবকে জয়ী ঘোষণা করেন।