কুতুবদিয়া থানা পুলিশের আয়োজনে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত-TCN 24
প্রকাশিতঃ 10:16 pm | December 19, 2020

মিজানুর রহমান কুতুবী
রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কুতুবদিয়া থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশ সহযোগিতায় থানার প্রাঙ্গনে স্থানীয় জনগন সহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষদের সাথে নিয়ে এক কমিউনিটি সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এসআই মোঃ মকবুল হোসেন বকুলের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার (ওসি তদন্ত) পরিদর্শক মোঃ জুয়েল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআই রায়হান উদ্দিন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক মোঃ ইউনুস, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান,উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মুনির মাতবর, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি কাইছার সিকদারসহ অনেকেই বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছার, সিটিজি ক্রাইম (টিভি) বিভাগীয় প্রধান আনিচুর রহমান চৌধুরী হিরু, আজকের কক্সবাজার বার্তা পত্রিকার সাংবাদিক নাছির উদ্দীন, টিটিএনের সাংবাদিক আবুল কাশেমসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুকসহ বিভিন্ন অপরাধ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আজ নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন, শেখ হাসিনা সরকারের আমলে লিঙ্গ ভিত্তিক যে সহিংসতা তা উল্লেখযোগ্য ভাবে কমে এসেছে৷ আমাদের এই লিঙ্গ ভিত্তিক বৈষম্য দুর করে নারীদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশের দায়িত্ব নিতে হবে৷ আশা করছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদূর ভবিষ্যতে আমরা নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা সম্পূর্ণভাবে রোধ করতে সক্ষম হব৷
সভার পরে, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।