কুতুবদিয়ায় মাহিন্দ্রা ট্রাক্টর গাড়ীর ধাক্কায় শিশুর মৃত্যু-TCN 24
প্রকাশিতঃ 8:20 pm | December 31, 2020

মিজানুর রহমান
কুতুবদিয়ায় মাহিন্দ্রা গাড়ীর ধাক্কায় ইদ্রিসের ছেলে (লাল গাড়ী) মোঃ আসিফ (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ব্রীকফিল্ড এলাকায় এ দূঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তর কৈয়ারবিল এলাকা থেকে ড্রাইভার মিজানুর রহমান মালবাহি মাহিন্দ্রা গাড়িতে মাটি ভর্তি সমুদ্র সৈকত দিয়ে যাচ্ছিল। নিহত শিশু গাড়ির পিছনে চড়ার জন্য চেষ্টা করে পড়ে যায়। এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। তৎক্ষনিক ড্রাইভারসহ প্রত্যক্ষদর্শীরা শিশুটিতে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষার পর শিশুটি মৃত ঘোষনা করে। কুতুবদিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং থানায় অপমৃত্যু মামলা রুজু করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে ওসি মোঃ জালাল উদ্দিন নিশ্চিত করেন।