কুতুবদিয়ার ইউপি সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাফর সিদ্দিকী জনমত জরিপে এগিয়ে
প্রকাশিতঃ 10:59 pm | February 03, 2021

কুতুবদিয়া নির্বাচন সম্ভাব্য আগামী মার্চে। এখনো তফসিল ঘোষনা হয়নি। তবে ইতোমধ্যে কুতুবদিয়ায় নির্বাচনের মৃদু হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা মাঠে ময়দানে আগাম প্রচার শুরু করেছেন। অনেকেই ভোটারদের সাথে কুশলবিনিময়, উঠান বৈঠক, কর্মী সমাবেশ শুরু করে দিয়েছেন। সামাজিক নানা অনুষ্ঠানেও হাজির হয়ে নিরবে ভোটের প্রচারনা করছে। কেউ কেউ দ্বীপের নানাস্থানে ব্যানার , ফেস্টুন লাগাচ্ছে। আবার কেউ আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার করছে। সব থেকে বেশী তোড়জোড় চলছে ক্ষমতাশীন আ’লীগের প্রার্থীদের মাঝে। বিভিন্ন অসমর্থীত সূত্রের মাধ্যমে জানা যায়, আগামি চেয়ারম্যান নির্বাচনে আলী আকবর ডেইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম প্রার্থী হতে পারেন। তবে অনেকেই মনে করছে তার বয়স হয়েছে বলে এবার তিনি নির্বাচন না করে তার পরিবর্তে এলাকার অত্যান্ত কর্মী বান্ধব জনপ্রিয় নেতা উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী কে প্রার্থী করতে পারেন। এছাড়াও বর্তমান প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও আ’লীগের সমার্থক কাইমুল ইসলামসহ কয়েকজন। বিএনপি থেকে আপাতত জেলার সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী তার পরিবর্তে ওনার ছোট ভাই ও বড় ছেলের নাম শোনা যাচ্ছে। তবে তাদের পরিবার থেকে বিএনপি প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে। সময় বলে দিবে কে হবে আওয়ামী লীগ বা বিএনপির প্রার্থী। তবে আপাতত আ’লীগ থেকে এলাকার অত্যান্ত কর্মী বান্ধব জনপ্রিয় নেতা উপজেলা যুবলীগের আহবায়ক ও সম্ভাব্য চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী জনমত জরিপে এগিয়ে আছে। এই নেতা কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যার কাছে কোন সাধারন মানুষ এসে ফিরে গেছে এমন রেকর্ড নাই বলে জানা গেছে। এদিকে, দলী সূত্রে জানা যায়, আবু জাফর সিদ্দিকী ছাত্র জীবনে ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজের ছাত্র সংসদের সদস্য হিসাবে ছিলেন। তবে, ১৯৯৫ সালে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি । ২০০২-২০০৭ সাল পর্যন্ত আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পালন করেন। ২০০৭-২০১৭ সাল পর্যন্ত আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসেবে ছিলেন। ২০১৭ সালে উপজেলা যুবলীগের আহবায়ক পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১১ সালে নির্বাচনে বিপুল ভোটে ইউপি সদস্য পদে নির্বাচিত হন। তাছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ফলে, আলী আকবর ডেইল ইউনিয়নের মানুষ মনে করেন তরুণ রাজনীতিবিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী চেয়ারম্যান নির্বাচিত হলে উক্ত ইউনিয়নের উন্নয়ন সম্ভব।