কুতুবদিয়ায় বিদ্যুৎ অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন সিরাজুদ্দৌলার
প্রকাশিতঃ 12:50 am | February 04, 2021

সাবমেরিন ক্যাবল এর মাধ্যমে কুতুবদিয়ায় জাতীয় গ্রীডের বিদ্যুৎ সরবরাহ প্রকল্পটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা একনেক সভায় অনুমোদন করেছেন।
একনেক চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্র প্রান্তে যুক্ত হয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্ব করেন।
এরেই ধারাবাহিকতায় কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও আওয়ামিলীগের সদস্য সিরাজুদ্দৌলা এক বিবৃতিতে এই তত্তথ্য জানান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এবং কক্সবাজার জেলা আওয়ামিলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও লাল গুলাফের শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজুদ্দৌলা বলেন,আমরা শতবছর ধরে অন্ধকারে দিন কেটে আসতেছি, আমাদের শতবছের সপ্ন আজ পুর্ণ হচ্ছে। এর জন্য আমরা কুতুবদিয়ার মানুষ গর্বিত যে,আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুতুবদিয়ায় বিদ্যুৎ দিয়ে ইতিহাসের পাতায় আবারও নাম লিখার জন্য মানবতার মা হিসাবে পরিচয় দিয়েছেন।