টেকনাফের হ্নীলা ইউপি সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মিজান জনমত জরিপে এগিয়ে
প্রকাশিতঃ 10:46 pm | March 06, 2021

নিজস্ব প্রতিবেদক
টেকনাফের প্রথম ধাপের নির্বাচন আগামী ১১ এপ্রিল । তবে ইতোমধ্যে টেকনাফের নির্বাচনের মৃদু হাওয়া শুরু করেছে প্রার্থীরা। সম্ভাব্য মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা মাঠে ময়দানে আগাম প্রচার শুরু করেছেন। অনেকেই ভোটারদের সাথে কুশলবিনিময়, উঠান বৈঠক, কর্মী সমাবেশ শুরু করে দিয়েছেন। সামাজিক নানা অনুষ্ঠানেও হাজির হয়ে নিরবে ভোটের প্রচারনা করছে। কেউ কেউ দ্বীপের নানাস্থানে ব্যানার , ফেস্টুন লাগাচ্ছে। আবার কেউ আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার করছে। সব থেকে বেশী তোড়জোড় চলছে ক্ষমতাশীন আ’লীগের প্রার্থীদের মাঝে।
বিভিন্ন অসমর্থীত সূত্রের মাধ্যমে জানা যায়, আগামি চেয়ারম্যান নির্বাচন হ্নীলার ইউনিয়নের এলাকার অত্যান্ত কর্মী বান্ধব জনপ্রিয় নেতা জেলা আওয়ামিলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান (মিজান)কে প্রার্থী করতে পারেন।
সময় বলে দিবে কে হবে আওয়ামী লীগ বা বিএনপির প্রার্থী। তবে আপাতত আ’লীগ থেকে এলাকার অত্যান্ত কর্মী বান্ধব জনপ্রিয় নেতা জেলা আওয়ামিলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান (মিজান) জনমত জরিপে এগিয়ে আছে। এই নেতা টেকনাফের হ্নীলা ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যার কাছে কোন সাধারন মানুষ এসে ফিরে গেছে এমন রেকর্ড নাই বলে জানা গেছে। এদিকে, দলীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান (মিজান) এর ছাত্র জীবনে ১৯৯৩-২০০ সাল পর্যন্ত টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় এন্ড টেকনাফ ডিগ্রি কলেজের ছাত্রলীগের একনিষ্ট কর্মী ছিলেন।
তবে, ১৯৯৩ সালে ছাত্র রাজনীতি শুরু করেন তিনি । ২০১৫-২০২১ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আজমান শাখার আওয়ামিলীগের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামিলীগ কক্সবাজার জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে রয়েছেন। তাছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। ফলে, টেকনাফের হ্নীলার ইউনিয়নের মানুষ মনে করেন তরুণ রাজনীতিবিদ, জেলা আওয়ামিলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান (মিজান) চেয়ারম্যান নির্বাচিত হলে উক্ত ইউনিয়নের উন্নয়ন সম্ভব।