শহরে অনুমোদিত তিন হাজার টমটম ছাড়া বাকি টমটম চলতে দেওয়া যাবে না-জেলা আ’লীগের সভাপতি
প্রকাশিতঃ 7:56 pm | March 14, 2021

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে অনুমোদিত তিন হাজার টমটম ছাড়া বাকি টমটম চলতে দেওয়া যাবেনা বলেছেন,জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
গতকাল (১৪ মার্চ রবিবার) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় শহিদ এটি এম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মামুনুর রশীদের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন,মাদকের স্থান হচ্ছে এখন রোহিঙ্গা ক্যাম্পে, এমনকি রোহিঙ্গাদেরকে ইস্যু করে কিছু এনজিও তাদের গাড়ি করে প্রতিদিন মাদক আনা হয়, শুধুমাত্র তাদের গাড়ি গুলো চেক না করায়। সুতরাং আমাদেরকে এই বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে হবে।
কক্সবাজারের উপজেলা গুলোতে মাদকের বিষয় ও কক্সবাজারের মাদকের অভিযান যেন আরও কঠোর ভাবে হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
সভায় আরও বলা হয় কক্সবাজারে লবণের দাম বৃদ্বিসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ গুলো যেন আরও অগ্রগতি হয় সে দিকে নজর দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের বিভিন্ন গণ্যমান্য রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ আরও অনেকে।